পিরোজপুরের মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যাওয়ায় ৫ সদস্যের পরিবার নিয়ে চরম বিপাকে পরেছেন রত্তন আলী ফরাজী (৬০) নামে এক বৃদ্ধ।
বিভিন্ন এনজিও এবং সুদের তাকার ঋণ পরিশোধের জন্য ওই ব্যবসায়ীকে শনিবার (৩০ মার্চ) বিভিন্ন দ্বারে—দ্বারে ঘুরতে দেখা গেছে। ক্ষতিগ্রস্ত রত্তন আলী ফরাজী উপজেলার ধানীসাফা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পশ্চিম ফুলঝুড়ি গ্রামের মৃত. হোসেন আলী ফরাজীর ছেলে।
ক্ষতিগ্রস্ত রত্তন আলী ফরাজী জানান, দিন মজুরের কাজ করার পাশাপাশি বাড়ির সামনে একটি ভ্যারাটিজ মালামালের দোকান করেন। তার অনুপস্থিতিতে তার স্ত্রী দোকানদারি করেন। পবিত্র রামজান মাস ও ঈদকে সামনে রেখে দুটি এনজিও থেকে ১ লাখ ও জমির বন্ধকি (সুদ) ব্যাবৎ আরও দেড় লাখ টাকা এনে দোকানে মাল উত্তোলন করেন। গত ৯ মার্চ শনিবার সকাল ৯ টার দিকে দোকান বন্ধ করে গৃহস্তলি কাজে যান।
দুপুর ২ টার দিকে হঠাৎ দেখতে পান পুরো দোকান জুড়ে ধাউ—ধাউ করে আগুন জ¦লছে। প্রচণ্ড রোধ ও আগুনের তীর্ব্যতার কারণে কাছে গিয়ে কেউ পানি ঢালতে পারিনি। মুহূর্তেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ঋণের চাপে দিশে হারা হয়ে পরেছি।
তিনি ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিটে এ আগুনের সূত্রপাত ঘটেছে। ধানীসাফা ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রসিদ তালুকদার বলেন, রত্তন আলী ফরাজীর দোকান ঘরটি পুড়ে যাওয়ায় তিনি আসলেই বিপাকে পরেছেন। তাকে সাহায্যের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।