ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ইতি মধ্যেই ইদ উল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে শেষ সময়ে জমে উঠেছে বরিশালের আগৈলঝাড়ায় কেনাকাটার বাজার।
উপজেলা সদর বাজারের ব্যবসায়ীরা জানান, ১৫ রমজানের পর থেকে তাদের বেচা কেনা বাড়তে শুরু করে চলতি সপ্তাহেই বেচা কেনার ভিড় বেড়েছে। এই বেঁচাকেনা চলবে ঈদের আগের রাত পর্যন্ত। তবে এবারে ঈদের একদিন পরেই বাংলা নববর্ষ।
তাই শীত ও নববর্ষ উপলক্ষ্যে এমনভাবেই বেঁচাকেনা হবে বলে আশা করছেন তারা। প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে নতুন জামা—কাপড়, জুতা, কসমেটিক্স, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী, গেঞ্জি, বাচ্চাদের পোশাক প্রয়োজনীয় কেনাকাটায় ব্যস্ত উপজেলার বিভিন্ন মার্কেট এবং ফুটপাতের দোকানগুলোতেও।
ইদ এবং নববর্ষের ছুটি বাড়তি পাওয়ায় অনেকেই বছর পরিবার স্বজনদের আগেই বাড়ি পাঠিয়েছেন, তাই কেনাকাটার ভিড় লক্ষ করা গেছে মুদি দোকানেও। তবে মুদি দোকানিরা অপেক্ষায় রয়েছে চাঁদ রাত বা তার আগের দিনের জন্য।
এ বছর শাড়ির চেয়ে থ্রি—পিসের চাহিদা বেশি বলে জানিয়েছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। এর মধ্যে ভারতীয় জনপ্রিয় সিরিয়ালের নামে অভিনেতাদের পরা নামের জামা—কাপড় মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে শীর্ষে। অন্যান্য বছরের তুলনায় এ বছর পোশাকের দাম একটু বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
বিক্রেতারা বলছেন বেশি দামে কিনতে হচ্ছে বলেই তাদের সেই অনুযায়ী বিক্রি করতে হচ্ছে। সরেজমিন দেখা গেছে, উপজেলা সদরের বিভিন্ন মার্কেটসহ বিভিন্ন হাট বাজারে দুপুর থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়। ক্রেতাদের আকৃষ্ট করতে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের পোশাক ও অর্থ ছাড়ের ব্যানার।
রেডিমেট গার্মেন্টস, জুতা, কসমেটিকস ও ঈদের পাঞ্জাবি বিক্রি হচ্ছে বেশি। বিশেষ করে নারী ক্রেতাদের বাজারগুলোতে লক্ষণীয়।