More

    আগৈলঝাড়ায় ঈদের উপহার নিয়ে বিভাগীয় বেবী হোমে আশ্রিত এতিম শিশুর পাশে ইউএনও ফারিহা তানজিন

    অবশ্যই পরুন

    ইদ মানে আনন্দ ইদ মানে খুশি। ইদ মানে পরিবারের সকলকে নিয়ে একসাথে আনন্দ করা। আত্মীয়—স্বজনের সাথে সাক্ষাৎ করে ভাব বিনিময় করা। কিন্তু ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়ে আসছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোমে আশ্রিত পিতৃ—মাতৃ পরিচয়হীন অনাথ শিশুরা।

    তবে, এবার ওই সকল অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতে, তাদের ঈদের আনন্দ উপভোগের জন্য তাদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বিভাগীয় বেবী হোমে গিয়ে সেখানে বসবাসরত এতিম শিশুদের সাথে কিছু সময় কাটিয়ে ঈদের উপহার হিসেবে তাদের নতুন পোষাক প্রদান করেন।

    এসময় তিনি ঈদের দিনে অনাথ শিশুদের বিশেষ খাবারের ব্যবস্থার জন্য ফল, দুধ, চিনি, সেমাই, পোলাও চাল, নুডলসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেন। এ সময় বেবী হোমের উপ—তত্ত্বাবধায়ক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু ও ইউপি সদস্য রফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত উপস্থিত ছিলেন।

    সূত্র মতে, বেবী হোমে আশ্রিত শিশুদের আপনজন বলতে কেউ নেই। অধিকাংশ অনাথ শিশুদের জন্ম হয়েছে কোন অন্ধকার গলিতে, কারো ফুটপাতে, আবার কারো পরিচয় না থাকায় পথশিশু হিসেবে এখানে তাদের ঠাঁই মিলেছে। সমাজের কাছে তারা পরিত্যক্ত শিশু।

    বেবী হোমে আশ্রিত অনাথ এতিম শিশুদের কোনদিনই তাদের বাবা—মায়ের কাছে ফিরে যাওয়ার সুযোগ নেই। কারণ, তাদের অনেকের বাবা—মায়ের পরিচয়ও জানা নেই।

    তাই বাবা—মায়ের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার তাদের কোন সুযোগ নেই। তার পরেও পিতৃ—মাতৃস্নেহে লালন—পালন করা বেবী হোমের কর্মকর্তা—কর্মচারীরা অনাথ শিশুদের ঈদের আনন্দ দেয়াড় জন্য প্রতিবছরই সাধ্যমতো চেষ্টা করেন।

    ছোটমনি নিবাসের উপ—তত্ত্বাবধায়ক উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা জানান, বর্তমানে ছোট মনি নিবাসে বিভিন্ন বয়সের ১৫ জন অনাথ শিশু রয়েছে। ঈদের আগে এসব শিশুদের জন্য সরকারের বরাদ্দকৃত নতুন জামা কাপড় দেয়া হয়। ঈদের দিন বিশেষ খাবারের ব্যবস্থাসহ আনন্দ বিনোদনের জন্য দিনভর নানা কর্মসূচি গ্রহণ করা হয়। বিভিন্নভাবে চেষ্টার মধ্য দিয়ে এই সকল শিশুদের সকল রকমের বিনোদন দেয়া হয় ঈদের দিনে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আজ রাতে টাইগারদের লঙ্কা পরীক্ষা

    এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে সহজ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তবে আসল পরীক্ষা আজ রাতেই। প্রতিপক্ষ শ্রীলঙ্কা-এশিয়ার অন্যতম...