বরিশালের আগৈলঝাড়া উপজেলার এক ঠিকাদারের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবির মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার আসামিকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মৃত মুমিনুদ্দিনের ছেলে ঠিকাদার সিরাজ সিকদারের কাছে স্থানীয় চাঁদাবাজ কিশোর গ্যাং সদস্যরা এক লক্ষ টাকা চাঁদা দাবি করে দুই দিনের মধ্যে তা পরিশোধের আল্টিমেটান দেন।
তাদের দেয়া সময়ের মধ্যে চাঁদা পরিশোধ না করায় তারা গত ১৩ মার্চ রাত ৭টার দিকে গুপ্তেরহাট বাজার থেকে নিজ বাড়ি যাওয়ার পথে উত্তর শিহিপাশা গুপ্তেরহাটের দক্ষিণ পাশে পৌঁছলে কিশোর গ্যাংয়ের নেতা ও ছাত্রলীগ নেতা আলিম সরদারসহ ১১/১২জন পথরোধ করে রামদা, হাতুড়ি, লোহার রড, জিআই পাইপসহ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এজাহারে বাদি সিরাজ সিকদার আরও উল্লেখ করেন, হামলাকারীরা সঙ্গে থাকা স্যামসাং মোবাইল ও নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গত ২০ মার্চ বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঠিকাদার সিরাজ সিকদার বাদি হয়ে ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫জনকে আসামি করে মোট ১১জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা দায়ের করে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, আদালতে দায়ের করা চাঁদাবাজির মামলার আসামি উত্তর শিহিপাশা গ্রামের হাসেম আলী সরদারের ছেলে আলিম সরদারকে গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি আলিম সরদারকে গতকাল বৃহস্পতিবার বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।