More

    ঝালকাঠিতে মাছের ঘের থেকে মাদ্রাসা ছাত্রের মর*দেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    ঝালকাঠির নলছিটিতে মাছের ঘের থেকে জুবায়ের ইসলাম গাজী (৬) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    আজ শনিবার দুপুরের দিকে পৌর এলাকার বৈচন্ডী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই গ্রামের ব্যবসায়ী মো. মনিরুজ্জামান গাজীর পুত্র ও নলছিটি মারযাকুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

    বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, সকল ১১টার দিকে জুবায়েরকে বাসায় দেখতে না পেয়ে স্বজনরা খুঁজতে শুরু করে। কোথাও খুঁজে না পেয়ে বাড়ির পিছনে একটি মাছের ঘেরের পাশে তার ব্যবহৃত জুতা দেখতে পেয়ে সেখানে তারা সন্ধান শুরু করে। পরে ওই গভীর ঘের থেকে ডুবন্ত অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে তার চাচা শাহীন গাজী। পরে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...