More

    তীব্র তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, পুড়ছে ক্ষেতের ফসল

    অবশ্যই পরুন

    একটানা তীব্র তাপদাহের কারণে মির্জাগঞ্জের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। প্রতিদিন তাপমাত্রা যেন বেড়েই চলছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষেরা।

    বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। তাপদাহের মাঝে খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না। তীব্র গরমে অতিষ্ঠ দিনমজুর, রিকশা-অটোচালক, শ্রমজীবী মেহনতি মানুষ ও কৃষকরা পড়েছেন চরম বিপাকে। শ্রমিকরা কাজ না করতে পেরে ঘরে বসে আছে।

    তারা জানান, এই কাঠফাটা গরমে কাজে নামতে পারছে না, কাজ পেলেও আগের মতো করতে পারে না। আবার ঘরের ভেতরেও শান্তি নেই, গরমের কারণে পানিশূন্যতা দেখা দিয়ে অনেকেই অসুস্থ বোধ করছেন। টানা খরার কবলে পুড়ে যাচ্ছে রবি মৌসুমের ক্ষেত-খামার-ফসল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবির অডিটরিয়াম নির্মাণে খাল ভরাটের অভিযোগ, স্থানীয়দের উদ্বেগ

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন অডিটরিয়াম ভবনের কাজকে ঘিরে পরিবেশগত উদ্বেগ তৈরি হয়েছে।...