বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন পরিষদে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের উদ্যোগে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মে ) সকালে বড়াকোঠা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সুইজারল্যান্ডের আর্থিক সহায়তায় ও রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় এই কর্মশলার আয়োজন করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।
ব্র্যাকের বরিশাল জেলার এসএসপিসি মাইগ্রেশন প্রোগ্রাম তরুণ মিত্র এর সঞ্চালনায় বড়াকোঠা ইউপি সচিব মোঃ আল-মুমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান অ্যাড.মোঃ সহিদুল ইসলাম মৃধা।
এছাড়াও বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ খলিদুর রহমান (রানা),মিজানুর রহমান খান মহব্বত প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন ঐ এলাকার প্রবীণ ব্যক্তি,মসজিদের ইমাম,সমাজ সেবক,বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তি, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম (এফ,ও) সাগর হাওলাদার , বড়াকোঠা ইউনিয়নের ভলানটিয়ার সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।