More

    আগৈলঝাড়ায় লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ১৮০ ম্যাট্রিক টন ধান বেশি উৎপাদনে কৃষকের মুখে হাসি

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় চলতি ইরি—বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ১৮০ ম্যাট্রিক টন ধান বেশী উৎপাদনে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল জানান, চলতি মৌসুমে ৯ হাজার ৪শ ৪০ হেক্টর জমিতে ইরি—বোরো চাষ করেন চাষিরা।

    এরমধ্যে হাইব্রিড চাষ হয় ৯৩৭০ হেক্টর জমিতে এবং উফসী চাষ হয় ৭০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল ৭২ হাজার ২শ ম্যাট্রিক টন ধান। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ১৮০ ম্যাট্রিক টন ধান বেশি উৎপাদন হয়েছে।

    উপজেলায় বছর মোট ধান উৎপাদন হয়েছে ৭৫ হাজার ৩শ ৮০ মেট্রিক টন। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং জমিতে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকা এবং খালে পানি সরবরাহ থাকায় কৃষকেরা সময়মতো খেতে সেচ দিতে পেরেছেন। আর এ কারণে আমাদের ফসলের উৎপাদনও বেড়েছে।

    সুভাষ চন্দ্র মন্ডল আরও জানান, গতকাল সোমবার পর্যন্ত চাষিদের জমির ৮০ভাগ পাকা ধান কাটা সম্পন্ন হয়েছে। বাকী ২০ ভাগ ধান চলতি সপ্তাহের মধ্যেই কাটা সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সূত্রমতে, সরকারি প্রণোদনা অংশ হিসেবে বোরো মৌসুমে সরকারের পুনর্বাসন বীজ সহায়তা ও প্রনোদনার আওতায় চাষীরা ধান চাষ করে লাভবান হয়েছে।

    কৃষকেরা জানিয়েছেন, এলাকার চাষীদের ধান কাতার জন্য ফরিদপুর, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়িসহ বিভিন্ন জেলা থেকে ধান কাটতে শ্রমিকেরা দল বেঁধে আগৈলঝাড়ায় আসে। প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে ধান কাটায় কৃষকেরা তাদের ধান গোলায় উঠাতে পেরেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...