More

    আগৈলঝাড়ায় ২৯৭ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা চার্চ অব বাংলাদেশ এর অঙ্গসংগঠন, মধ্যে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প রাহুতপাড়া (বিডি—০৩৫৮) এর আয়োজনে দুইশত সাতানব্বই জন (২৯৭) সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পোশাক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

    গতকাল বুধবার সকালে উপজেলার গৈলা মডেল ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের প্রতিষ্ঠানের হলরুমে রেভা শান্তি মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রেভা বিশভ সৌরভ ফলিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ দৌলাতুন নেছা নাজমা, রাহুতপাড়া প্রকল্প পরিচালক উইলিয়াম রনি বাড়ৈ, এল সিসি কমিটির ফ্রান্সিস মিস্ত্রি, সমাজকমীর্ লিংকন বাড়ৈ,

    মেমি মধু, জেনেটিক রায়, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননি, জগদীশ মন্ডল প্রমুখ। উল্লেখ্য সংস্থাটি শুরু থেকে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও তাদের পরিবারের স্বাবলম্বী হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে প্রসূতি নারীর মৃত্যু: চিকিৎসা অবহেলার অভিযোগ স্বামীর

    বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত নারীর নাম তানজিলা আক্তার, তিনি...