বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ মে) রাতে উপজেলার বাকেরগঞ্জ-বরগুনা আঞ্চলিক সড়কের জোবায়দা ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ভাড়াটিয়াসহ পরিবারের দুই সদস্য আহত হন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ৭ থেকে ৮ জনের মুখোশপরা দল রাতে বাড়ির জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে আলমারি, শোকেসসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে ৮ থেকে ১০ ভরি স্বর্ণ, নগদ ১ লাখ ৫০ হাজার টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
বাধা দিতে গেলে বাড়ির মালিক মাছুমা চৌধুরীর নাতি লিখন হাওলাদার ও ভাড়াটিয়া জামালকে মারধর করে ডাকাতরা। বাড়ির মালিক মাছুমা চৌধুরীর ছোট মেয়ে শিউলি চৌধুরী বলেন, ‘শুক্রবার রাতের খাবার খেয়ে আমরা যার যার কক্ষে ঘুমাতে চলে যাই।
পরে রাতের যেকোনো সময় ৭/৮ জনের ডাকাত দল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। পরে সবাইকে জিম্মি করে বাসার আলমারি, শোকেস তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংঙ্কার নিয়ে যায়।’ আজ শনিবার (১১ মে) সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ওসি আফজাল হোসেন বলেন, ‘ডাকাতের খবর শুনেছি। অনুসন্ধান চলছে, ডাকাতির ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।