More

    বাকেরগঞ্জ উপজেলা  শ্রেষ্ঠ প্রধান শিক্ষক  জাফর আহমেদ 

    অবশ্যই পরুন

    জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ  বাকেরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম  জাফর আহমেদ।
    ৮ জানুয়ারী ২০২৬ জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায়  তিনি এই গৌরব অর্জন করেন। জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন ক্যাটাগরির শর্ত পূরণ করে তিনি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বেও তিনি ২০২২ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
    প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ বর্তমানে বাংলাদেশ স্কাউট বাকেরগঞ্জ উপজেলার সহ-সভাপতি।এছাড়াও তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ২০১৬ সালে ভারতের চেন্নাই আইসিটি  বিষয়ে প্রশিক্ষণ গ্রহনের জন্য মনোনীত হয়েছিলেন।
    প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে এইচ এম জাফর আহমেদ বলেন , ‘আমি চাই, প্রতিটি ছাত্রছাত্রী এভাবে কঠোর অধ্যবসায় আর শ্রম বিনিয়োগ করে যাক। একদিন না একদিন সফলতা তাকে ধরা দিবেই। আমাদের সমাজে এভাবে প্রতিটি ছাত্র যদি তার নিজের অবস্থান থেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করে যায় ও স্বপ্ন দেখে, তাহলে একটি সুখি আর সমৃদ্ধ বাংলাদেশ গঠন অনেকাংশে সহজ হবে। তাই সমাজের বিত্তবানেরা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সাহায্যের হাত বাড়ালে সমাজ হতে অপরাধ ও বেকার সমস্যা দূর হবে এবং পাশাপাশি সমাজের মঙ্গল সাধিত হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর অবস্থা সংকটাপন্ন, চমেকের আইসিইউতে ভর্তি

    কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে ভর্তি রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে। শিশুটির চাচা...