More

    বাকেরগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়নে জেলেদের মধ্যে সুতার জাল বিতরণ

    অবশ্যই পরুন

    বরিশাল সংবাদ দাতা :  বাকেরগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা জেলেদের মধ্যে সুতার জাল বিতরণ করা হয়েছে। ৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ইলিশ সম্পদ উন্নয়নে জেলেদের মধ্যে প্রকল্পের আওতায় সূতার জাল বিতরণের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়নের ৫০টি গ্রুপের মোট ১৫০ জন জেলের মধ্যে ৫০টি সুতার জাল বিতরণ করা হয়। জাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা জনাব হাদিউজ্জামান, সহকারী কমিশনার( ভূমি) তন্ময় হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম।

    অনুষ্ঠানে উপস্থিত বক্তৃতারা বলেন, ইলিশ সম্পদ রক্ষা ও টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে,এবং জেলেদের নিয়ম মেনে মাছ আহরণে উদ্বুদ্ধ করাই এ প্রকল্পের মূল লক্ষ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মাদারীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থীর কবর জিয়ারত ও মতবিনিময়

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান তালুকদার খোকন নির্বাচনী প্রচারণার...