বরিশালের আগৈলঝাড়ায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের টমাস দাসের মেয়ে ও টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী কণা দাস নিয়মিত লেখাপড়া না করায় পরিবার থেকে গালমন্দ করেন। একারনে কণা দাস পিতা—মাতার উপর অভিমান করে ১৭ মে রাতে ঘরে থাকা কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পরে।
ওই রাতেই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিরন হালদার তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে সংবাদ দিলে এসআই শফিকুল ইসলাম হাসপাতাল গিয়ে কণা দাসের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গতকাল শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।