More

    আগৈলঝাড়ায় বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

    অবশ্যই পরুন

    “সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং সুস্থ থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষ্যে র‍্যালি হাসপাতাল চত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডা. শিশির কুমার গাইন, ডা. অঙ্কুর কর্মকার, ডা. তরিকুল ইসলাম, স্যানিটারি ইন্সেপেক্টর সুকলাল সিকদার, নার্স মনিকা হালদার, মমতা মন্ডল, প্রিয়াংকা তালুকদার, বিথীকা হালদার, ইতি বৈরাগী, পূর্ণিমা হালদার, রিংকু হালদার, ফারহানা আক্তার, আরতি মধু, সুন্দা বৈদ্য, বিভা হালদার, শ্রাবন্তী মন্ডল, অঞ্জনা মন্ডল, সন্ধ্যা বিশ্বাস, ফার্মাষ্টিট সাইদ হোসেন, আজিজ হোসেন প্রমুখ।

    এসময় হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা—কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্ব এটি মহামারি ন্যায় ছড়িয়ে পড়েছে। এই রোগটি সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি এই রোগের জটিলতা ও চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করার উদ্দেশ্যেই প্রতি বছর বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস হিসেবে পালন করা হয়।

    বয়স এবং লিঙ্গভেদে রক্তচাপ স্বাভাবিক মাত্রার বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ এবং কম হলে তাকে নিম্ন রক্তচাপ বলে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...