More

    আগৈলঝাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার সকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

    এসময় উপস্থিত ছিলেন ডা. শিশির কুমার গাইন, ডা. তরিকুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. মিজানুর রহমানসহ প্রমুখ। স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, উপজেলার ৫টি ইউনিয়নের ১২১টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত ১ হাজার ৭ শত ৫১ জন শিশুকে নীল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ১৫ হাজার ৩ শত ১৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

    স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন আরও জানান, বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিত ভাবে বছরে ২ বার ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রাখছে। ফলে বর্তমানে ভিটামিন “এ” এর অভাবজনিত রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা অনেকাংশে কমে গেছে। ‌

    ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ করা হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা হয়। এছাড়াও হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমে গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...