More

    চরফ্যাশনে ঘুর্ণিঝড় রিমেল ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আকলিমা মতিন ও তার মানবিক বন্ধুরা

    অবশ্যই পরুন

    ভোলা চরফ্যাশনে ঘুর্ণিঝড় রিমেলের প্রভাবে বিচ্ছিন্ন চর অঞ্চল সহ ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ।এই ঘুর্ণিঝড় রিমেলে অনেকেই বাড়ি ঘর হারিয়েছেন,আবার অনেকেই হারিয়েছেন বসত ঘর,মৎস খামারি,পশু খামারি সহ অসংখ্য মানুষ সব কিছু হারিয়ে মানবতার জীবন যাপন করছেন,

    আবার অনেক দিনমজুর খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে,ঠিক সেই সময়ে ভোলার লালমোহনের কৃতি সন্তান,মানবতার ফেরিওয়ালা আকলিমা মতিন, এবং তার সাথে আন্তরিকতার সাথে যুক্ত হয়েছেন বিভিন্ন জেলার তার বন্ধুগন জাবেদ, রতন মিয়া, মাহমুদুল,আমিনুল ইসলাম রতন,তুহিন, শেখ শাহিন, তৌহিদ, অমিত,রানা খান,উজ্জল সহ অন্যান্যরা।

    মানবিক বন্ধুরা ঢাকা থেকে ত্রান নিয়ে এসে চরফ্যাশনের আটকপাট বেড়িবাধের বাহিরে,বিচ্ছিন্ন দীপ ঢাল চর, চর হাসিনা সহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে ঘুরে মানুষকে শুকনো খাবার ও নিত্য প্রয়োজনীয় বাজার বিতরণ করেন। এবিষয়ে মানবিক বন্ধুদের কর্নধার আকলিমা মতিন বলেন,আমি আমার সহপাঠী বন্ধু,ব্যাচমেটদের সহযোগিতায় বিভিন্নভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি।

    আমার জন্মস্থান ঘুর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত হয় এবং তখনই আমরা তাত্রক্ষনিকভাবে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করি। তারই ধারাবাহিকতায় আজকের এ আয়োজন। আমদের এ উদ্যোগ সফল করতে দেশ ও বিদেশ হতে সাড়া দিয়েছেন বিভিন্ন চাকুরিজীবি ও ব্যবসায়ী শুভাকাঙ্ক্ষীরা।

    সময় খুবই কম ছিল তাই আমি ও আমার বন্ধুরা মিলে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিভিন্ন জায়গায় গিয়ে প্রায় ৫ টনের মত চাল,ডাল,তেল পিয়াজ ও শুকনো খাবার সহ মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ করেছি ইনশাআল্লাহ আমাদের এমন উদ্যোগ ধারাবাহিক ভাবে যতদিন বেচে থাকবো ততদিন করে যাবার চেষ্টা করবো।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিআর পদ্ধতির পক্ষে গণভোট চায় চরমোনাই পীর

    অনলাইন ডেস্ক: দেশের মানুষ আর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ফিরতে চায় না দাবি করে ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর...