বরিশালের আগৈলঝাড়ায় মোবাইল ফোন না দেয়ায় অভিমান করে স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা। মুমূর্ষু অবস্থায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের উজ্জ্বল জয়ধরের মেয়ে বাহাদুরপুর নিশিকান্ত গাইন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সিথী জয়ধর দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোনে আসক্ত ছিল।
সে পরিবারের কাছে নতুন মোবাইল ফোন দাবি করলে তার পরিবার দিতে না পারায় অভিমান করে শনিবার রাতে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় পরিবারের লোকজন স্কুলছাত্রী সিথী জয়ধরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্কুল ছাত্রী সিথী জয়ধরের পিতা উজ্জ্বল জয়ধর জানান, আমার মেয়ে দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোনে আসক্ত ছিল। সে নতুন একটা মোবাইল ফোনের দাবি করলে সেটা না দেয়াতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।