More

    আগৈলঝাড়ায় পল্লী বিদ্যুতের স্বেচ্ছাসেবী যুবককে মারধরের অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় প্রতিপক্ষের বাড়ির বিদ্যুতের সংযোগ না দেওয়ায় পল্লী বিদ্যুতের স্বেচ্ছাসেবী খোকন হালদার (৩০) নামের এক যুবককে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত তিনটায় ওই থানার সাহেবেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

    আহত যুবক ওই থানার ৪ নং ওয়ার্ড মোল্লা পাড়া গ্রামের বাসিন্দা রামচন্দ্র হালদারের ছেলে ও বিদ্যুৎ বিভাগের একজন স্বেচ্ছাসেবী কর্মচারী । বর্তমানে তারা মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

    আহত সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রেমাল এর ফলে সারাদেশে জখন বিদ্যুৎ বিচ্ছিন্ন তখন বিদ্যুৎ অফিসের নিয়ম অনুযায়ী গ্রামের বাজার গুলোতে বিদ্যুৎ সংযোগ দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। গত বুধবার সকালে তারই ধারাবাহিকতায় ওই এলাকার সাহেবের হাট বাজারে বিদ্যুৎ সংযোগ দেয় বিদ্যুতের কর্মচারীরা।

    এ সময় প্রতিপক্ষের বাড়ি ত্রুটিপূর্ণ থাকায় বিদ্যুতের সংযোগ দেওয়া সম্ভব হয় না ফলে ক্ষিপ্ত ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে। এরই জের ধরে ঘটনার সময় পরিকল্পিতভাবে সবুজ ঢালি , সাইদুল হালদার, নির্মল ঢালি, ইমদাদুল সহ তিন /চার জন প্রতিপক্ষরা লাঠি ছোটা নিয়ে তার উপরে হামলা করে।

    লাঠির আঘাতে তার সারা শরীরে নীলা ফেলা জখম হয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা শেবাচিম প্রেরণ করে।

    জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে মামলাদারের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী স্টেডিয়াম এলাকায় রাবেয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ...