বরিশালের আগৈলঝাড়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, উপজেলা সমবায় কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মণ্ডলসহ প্রমুখ। পরে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়।