পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১২ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ৭৪ টি ভোট কেন্দে্র মঙ্গলবার দুপুর থেকে নির্বাচনী মালামাল পাঠানো শুরু হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে এ নির্বাচনী সামগ্রী পাঠানো হলেও ব্যালট পেপার পাঠানো হবে বুধবার ভোরে।
উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বনি্ধসঢ়;দ্বতা করছেন। এরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার (ঘোড়া প্রতীক), যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ (আনারস) এবং সাবেক টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ আকতারুজ্জামান কোক্কা (দোয়াত কলম)।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তিন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী রয়েছেন নির্বাচনী মাঠে। কলাপাড়া উপজেলায় মোট ভোটার ২ লাখ পাঁচ হাজার ৪২৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ চার হাজার ৩৭২, মহিলা ভোটার এক লাখ এক হাজার ৫০ জন। এ নির্বাচনে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ও ইসলামি আন্দোলন বাংলাদেশের কোনো প্রার্থী নেই।
ঘূর্ণিঝড় পরবর্তী নির্বাচনকে ঘিরে কলাপাড়ায় সাধারণ মানুষের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে। নির্বাচনে বিজয়ীরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় এগিয়ে আসবে এমন আশা করে সকাল থেকেই ভোট কেন্দে্র যাবেন এ কথাই বললেন।
তবে গ্রামীণ জনপথে অধিকাংশ ভোটকেন্দে্র যাওয়ার রাস্তা, বেরিবাঁধ ভাঙা রয়েছে। তারপরও ভোটগ্রহণে নিয়োাজিত কর্মকর্তা ও প্রশাসনের কিছুটা সমস্যা সৃষ্টি হলেও নির্বিঘে্ধসঢ়;ন ভোট গ্রহণ সম্পন্ন হবে এমনটাই আশা করছেন নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা।