বরিশাল—১ আসনের এমপি ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ সহধর্মিনী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে স্মরণসভা ও রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র স্মরণ সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে স্মৃতিচারণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হকের পরিচালনায় দোয়া—মিলাদে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সহ—সভাপতি মো. রুস্তুম সেরনিয়াবাত, আব্দুস সত্তার মোল্লা, সাবেক অধ্যাপক আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণ ছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুম সাহান আরা আবদুল্লাহর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ৭ জুন রাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাহান আরা আবদুল্লাহ শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন।