More

    মাদারীপুরে বাসচাপায় বৃদ্ধ নিহত

    অবশ্যই পরুন

    মাদারীপুরের ডাসারে বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুন) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এখনও নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

    হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে সড়কে এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কাছে ছুটে যান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় সদর হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে মোস্তফাপুর হাইওয়ে ক্যাম্প পুলিশ।

    নিহতের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বিজয় রায় বলেন, অজ্ঞাতনামা দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কায় সড়কের পাশে পড়েছিল মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ।

    স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিচয় নিশ্চিতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...