More

    কালকিনি ইউপি সদস্যের বাড়িতে শতাধিক বোমা বিস্ফোরণ “বসতবাড়ি ভাঙচুর

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে আপাং কাজী নামে এক ইউপি সদস্যের বাড়িতে শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ। এসময় তারা হামলা চালিয়ে ৪টি বসতবাড়ি ভাঙচুর চালিয়েছে। অপরদিকে এ হামলা চালানোর সময় দ্বীন ইসলাম (৩৪) নামে এক যুবক বোমা বহনকালে বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয়েছে।

    দ্বিন ইসলাম উপজেলার শিকারমঙ্গল এলাকার মৃধাকান্দি গ্রামের মফসের হাওলাদারের ছেলে। পরে খবর পেয়ে শুক্রবার সকালে থেকেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানাগেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর ইউপির সদস্য ও কালাই সরদারেরচর গ্রামের বাসিন্দা আপাংকাজীর সঙ্গে একই এলাকার মিরাজ হাওলাদারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে।

    এর জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে মিরাজ হাওলাদারের নির্দেশনায় তার পিতা হাচেন হাওলাদার দলবল নিয়ে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে আপাং কাজীর বাড়িতে বৃষ্টির মত প্রায় শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় এবং তারা কামাল কাজী, তেলাম কাজী, রহমান হাওলাদার ও জামাল কাজীর বসতবাড়ি ভাঙচুর করে। এসময় বোমা বহনকালে মিরাজ হাওলাদারের সমর্থক দ্বিন ইসলাম বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয়।

    পরে তাকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। এ নিয়ে ওই এলাকায় প্রচণ্ড উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে কালকিনি থানা পুলিশ মোতায়ন করা হয়ে। ভুক্তভোগী নুপুর বেগম, হাসিনা ও ইউপি সদস্য আপাং কাজী জানান, মিরাজ হাওলাদার তার অবৈধ টাকার শক্তি বলে দলবল ভাড়া করে বিনা অপরাধে আমাদের বসতবাড়িতে একের পর এক হামলা চালিয়েছে ।

    ব্যাপক বোমাবাজি করেছে ও বসতবাড়ি ভাঙচুর শেষে তার লোকজন লুটপাট চালিয়েছে। সাথে থাকা বোমা বিস্ফোরণে দ্বীন ইসলাম আহত হয়েছে। আমি হামলাকারীদের বিচার চাই। এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত মিরাজ হাওলাদারের বাড়িতে কাউকে পাওয়া যায়নি।

    এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল-মামুন জানান, আমরা খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ মোতায়ন রাখা হয়েছে। এলাকা এখন শান্ত আছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...