More

    পাথরঘাটায় এনামুল, বামনায় মিজানুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

    অবশ্যই পরুন

    ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে স্থগিত থাকা তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পাথরঘাটায় ভোটগ্রহণ হয়েছে। এতে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এনামুল হোসাইন। দোয়াত-কলম প্রতীকের তিনি পেয়েছেন ২৪ হাজার ১২০ ভোট।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নূর আফরোজা পেয়েছেন ২২ হাজার ২২৯ ভোট। অন্যদিকে, বামনা উপজেলা চেয়ারম্যান পদে মোহাম্মদ মিজানুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ১৭ হাজার ৬৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সাইতুল ইসলাম লিটু ঘোড়া প্রতীকে ১০ হাজার ৯০৩ ভোট।

    রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার দিলীপ কুমার হাওলাদার এবং বামনা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রসিদ শেখ এ ফলাফল ঘোষণা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার...