More

    কলাপাড়ায় হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ার আলীপুরে ভাই ভাই আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তা শফিকুর রহমানের মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে হোটেলের ১১ নং কক্ষের দরজা ভেঙ্গে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তালুকদার বলেন, হোটেল কর্মচারী ও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেল কক্ষে খাটের পাশে দেয়ালের সাথে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। তার বাম হাতের চামড়া উঠানো ছিল। তিনি জানান, হোটেল থেকে তাকে উদ্ধারের পর সাবেক বন কর্মকর্তাকে কুয়াকাটা হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

    পুলিশ কর্মকর্তা জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর কারণ জানা যাবে বলে জানান। নিহত বন কর্মকর্তা শফিকুর রহমান চাঁদপুরের বাকরপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। ১৯৯৫ সালে তিনি কলাপাড়ায় বন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

    জমি সংক্রান্ত বিষয়ে মামলা নিয়ে তিনি গত বছরের ১ ডিসেম্বর থেকে এই হোটেলে অবস্থান করছিলো বলে স্থানীয় লোকজন ও হোটেল কর্মচারীরা জানায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে নিজের দোকানে কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু

    ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া বাজারে দর্জির দোকান থেকে মো. ছাব্বির হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...