More

    পটুয়াখালীতে অটো বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

    অবশ্যই পরুন

    মো: রায়হান ইসলাম: পটুয়াখালীতে ব্যাটারি চালিত অটো রিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বেলা সাড়ে ১১ টার দিকে পটুয়াখালীর মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    অধরা চৌধুরী মোহনা (১৮) নামের ওই শিক্ষার্থী আগামি ৩০ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার্থীয় অংশ নেয়ার কথা। সে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন। নিহত মোহনা পটুয়াখালী পৌরসভার শিমুলবাগ নামক এলাকার মোঃ রাসেল মুন্সীর বড় মেয়ে।

    পটুয়াখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম জানান, মোহনা কোচিং শেষে খাবার খাওয়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে শহরের চৌরাস্তা এলাকার একটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলেন।

    পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গালায় ফাঁস লেগে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    থানায় এখনো কোন অভিযোগ দেয়নি পরিবার তার মরদেহ হাসপাতাল মর্গে আছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বেতাগীতে ৪দিন ব্যাপি গাভী পালন বিষয় নিবিড় প্রশিক্ষণ সম্পন্ন

    বেতাগী বরগুনা প্রতিনিধি:  বরগুনার বেতাগীতে চার দিনব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) নিবিড় প্রশিক্ষণে প্রশিক্ষণে আধুনিক গাভী পালন, খাদ্য ব্যবস্থাপনা,...