More

    আগৈলঝাড়ায় ঈদে ১৩ হাজার ২শ ৩৫টি পরিবারকে সরকারের খাদ্য সহায়তা বিতরণ

    অবশ্যই পরুন

    পবিত্র ইদ—উল—আযহা পালনে খাদ্য সহায়তা হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়নের দুঃস্থদের মাঝে সরকারের চাল বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার বিকেলে গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন ২৪৭৫ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন।

    সূত্র মতে, সরকার ইদ উল আযহা পালনে অসহায় ও দুঃস্থদের মধ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় ১৩২ দশমিক ৩৫ ম্যাট্রিক টন চাল বরাদ্দ করেছে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন জানান, ২০২৩—২০২৪ অর্থ বছরে পবিত্র ইদ—উল—আযহা পালনের জন্য অতি দরিদ্র ও দুঃস্থদের মাঝে ঈদে খাদ্য সহায়তা প্রদান করতে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১৩ হাজার ২শ ৩৫টি দুঃস্থ পরিবারের জন্য ১০ কেজি হারে ১৩২.০৭০ ম্যাট্রিক টন বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ চাল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যেক চেয়ারম্যানের নামে পৃথক পৃথক ডিও লেটার প্রদান করেছেন। ঈদের আগেই সকল ইউনিয়নে চাল বিতরণ করা হবে।

    উপজেলায় জনসংখ্যা হারে রাজিহার ইউনিয়নে ২৯৪৭ পরিবার, বাকাল ইউনিয়নে ২৬০২ পরিবার, বাগধা ইউনিয়নে ২৭৩৮ পরিবার, গৈলা ইউনিয়নে ২৪৭৫ পরিবার ও রত্নপুর ইউনিয়নে ২৪৭৩ পরিবারসহ পাঁচটি ইউনিয়নে মোট ১৩ হাজার ২শ ৩৫ পরিবার এই চাল সহায়তা পাবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...