বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্দে্যগে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাসবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, ডা. মিরন হালদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাসসহ প্রমুখ। উপজেলা নিরাপত্তা কমিটির সভায়, সড়কে অবৈধ বাজার ও দোকানপাট উচ্ছেদ, ড্রাইভিং লাইসেন্সসহ সড়ক পরিবহণ সংক্রান্ত সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।