More

    আমতলীতে ব্রিজ ভেঙে বরযাত্রীদের মাইক্রোবাস খালে, নি*হ*ত ১০

    অবশ্যই পরুন

    বরগুনার আমতলী উপজেলায় ব্রিজ ভেঙে বরযাত্রীদের বহনকারী একটি মাইক্রোবাস ও একটি অটো খালে পড়ে গেছে। এতে ১০ জনের মৃত্যু হয়েছে।

    শনিবার (২২ জুন ) দুপুর ২টার দিকে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত ব্রিজটি গাড়িসহ ভেঙে খালে পড়ে যায়।

    বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বেলা দুইটার দিকে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পাড় হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে আসলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেননি। বরযাত্রীদের বাড়ি মাদারীপুর জেলায় বলে জানা গেছে।

    হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক জানান, দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দুমকিতে জামাতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    মেহেদী হাসান শান্ত, দুমকি প্রতিনিধিঃ ২০০৬ সালের (২৮অক্টোবর) আওয়ামীলিগের লাঠি- বৈঠার তাণ্ডব নৃশংসতা ও বর্বরতায় খুনিদের বিচারের দাবিতে বাংলাদেশ...