বরিশালের আগৈলঝাড়ায় জমির বিরোধকে কেন্দ্র করে দুই বোনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত দুই বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানায় লিখিত অভিযোগ ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামের সুনীল হালদারের সাথে পাশের বাড়ির মকবুল সরদারের সাথে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে বাড়ি থেকে অশোকসেন বাজারে যাওয়ার পথে পূর্ব বিরোধের জের ধরে সুনীল হালদারের মেয়ে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী শ্রাবন্তী হালদার (১৫) ও তার বড় বোন সুবর্না হালদার (২৪) কে মকবুল সরদারের দুই বখাটে ছেলে শরীফ ফকির ও রফিক ফকির লোহার রড, লাঠি ও ধারালো দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
এসময় স্থানীয়রা আহত রক্তাক্ত দুই বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ছাত্রী শ্রাবন্তী হালদার জানান, দীর্ঘদিন যাবৎ জমির বিরোধের কারনে অভিযুক্ত মকবুল সরদারের দুই বখাটে ছেলে শরীফ ফকির ও রফিক ফকির এর আগেও আমাদেরকে চারবার মারধর করেছে।
এর আগে একাধিকবার সালিশ বৈঠক হলেও তারা তাতে সাড়া দেয়নি। অভিযুক্ত শরীফ ফকির জানান, আমাদের সাথে সুনীল হালদারের জমির বিরোধ চলছে দীর্ঘদিন। তার দুই মেয়ের সাথে আমাদের কথাকাটাকাটি হয়। কিন্তু তাদের মারধর করা হয়নি। এঘটনায় গতকাল শুক্রবার সকালে সুনীল হালদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, জমির বিরোধ নিয়ে দুই বখাটে দুই বোনকে মারধর করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানার উপপরিদর্শক নুরে আলমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।