বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে দুইজনের বিষপানে আত্মহত্যার চেষ্টা। মুমূর্ষ অবস্থায় দুইজনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আস্কর গ্রামের আলমগীর মিয়ার ছেলে ফেরদাউস মিয়া (২৫) পারিবারিক কলহের কারনে ঘরে থাকা কীটনাশক পান করে। পরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এছাড়া গতকাল শুক্রবার সকালে উপজেলার কোদালধোয়া গ্রামের বিরাজ ঘরামীর মেয়ে মৌ ঘরামী (২৩) তার মায়ের সাথে ঝগড়া হলে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে। পরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।