More

    আগৈলঝাড়ায় সেতুর মাঝে গর্ত ও ফাটল হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া খালের উপর গার্ডার সেতুর মাঝে গর্ত ও ফাটল দেখা দিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। এমনকি সেতুর নিচের মূল কাঠামোর একটি ভীম বাঁকা হয়ে সেতুটি হেলে পরেছে। যে কোন সময় ওই সেতু ধসে পরে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান স্থানীয়রা।

    উপজেলা এলজিইডি বিভাগকে জানানোর পরেও তারা কোন ব্যবস্থা নেয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া বাজার থেকে কাজির গ্রামে যাওয়ার জন্য খালের উপর দীর্ঘ ১৫ বছর পূর্বে এলজিইডি বিভাগ থেকে একটি গার্ডার সেতু নির্মাণ করা হয়েছিল। ওই সেতু নির্মাণের সময় সঠিক ভাবে উপজেলা এলজিইডি বিভাগ থেকে তদারকি না করার কারণে কাজের মান নিম্নমানের হয়েছিল।

    যার কারণে সেতু নির্মাণের সাত বছর পরেই সেতুর বিভিন্ন স্থানে গর্ত ও ফাটল দেখা দেয়। ওই গর্ত ও ফাটলের স্থান একাধিকবার সংস্কার করার কয়েকদিন পর আবার ওই স্থানে গর্ত হয়ে যায়। এমনকি বর্তমানে সেতুর নিচের মূল কাঠামোর একটি ভীম বাঁকা হয়ে সেতুটি হেলে পরেছে। ঝুঁকিপূর্ণ ওই সেতু দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ শতশত লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।

    এঘটনা উপজেলা এলজিইডি বিভাগকে একাধিকবার জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ওই সেতু দিয়ে চলাচলকারী সুমন সরদার বলেন, এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করতে গিয়ে আমাদের প্রতিদিন সমস্যায় পরতে হয়। রাতে চলাচল করতে গিয়ে গর্তে পরে অনেকেই দুঘর্টনার শিকার হচ্ছেন।

    সবচেয়ে চলাচলে বেশী সমস্যায় পরতে হচ্ছে ছোট ছোট শিক্ষার্থীদের। ব্যাপারে উপজেলা এলজিইডি বিভাগের প্রকৌশলী রবীন্দ্রনাথ চক্রবতীর্ বলেন, সেতুটির ব্যাপারে আমাদের জানা নেই। এখন আমরা জানলাম। লোক পাঠিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...