বরিশালের আগৈলঝাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় দুই স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহত স্কুল ছাত্র ফাহিম ভূইয়া বাদী হয়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত বৃহস্পতিবার দুপুরে রাজিহার ইউনিয়নের রাংতা বাজারের বিপুল স্যারের দোকানের উত্তর পার্শ্বে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উত্তর শিহিপাশা গ্রামের জসিম ভুঁইয়ার ছেলে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ফাহিম ভূইয়া (১৯) ও পশ্চিম রাংতা গ্রামের বাদশা আকনের ছেলে একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আবির আকন (১৮)। পুলিশ ও আহত সূত্রে জানা গেছে, বিবাদীরা কিশোর গ্যাং এবং ইভটিজার। এসব কিশোর গ্যাংয়ের অত্যাচারের কারণে এলাকার মানুষদের চলাফেরা করা এখন দায় হয়ে পড়েছে।
তাছাড়া এই কিশোর গ্যাংয়ের সদস্যরা স্কুল চলাকালীন সময়ে স্কুলে আসা—যাওয়া মেয়েদের উত্ত্যক্ত করতো। এদের কাজে যারা বাঁধা প্রদান করতো তাদের দেশীয় ধরালো অস্ত্র দা নিয়ে ভয়ভীতিসহ মারধর করতো। স্কুল ছাত্র ফাহিম ভূইয়া জানান, এই কিশোর গ্যাংয়ের সদস্যদের অনকেবার বাঁধা নিষেধ করিলে তারা আমার কোন কথার কর্ণপাত না করে উলটো আমাকে দেখে নেয়ার হুমকি প্রদান করে। পরে আমি বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের কাছে বলি।
কিশোর গ্যাংয়ের সদস্যরা তা জানতে পেরে গত ২৭ জুন ঘটনার দিন দুপুরের সময় আমি রাংতা মাধ্যমিক বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার সময় রাংতা বাজারের বিপুল স্যারের দোকানের উত্তর পার্শ্বে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা আমার পথ রোধ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
আমি তাদের আমার পথ ছেড়ে দিতে বললে এবং গালিগালাজ করিতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের সদস্য পূর্ব রাংতা গ্রামের এবং রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সালমান (১৯), আদর (১৯), সাইমুন (১৯), সজল (১৮), সাজিদ (১৮), স¤্রাট (২১), আলিম (১৯), সহ অজ্ঞাত আরো ৭/৮ জন মিলে আমাকে এলোপাতাড়ি চর, থাপ্পড়, কিল, ঘুসি, লাথি মারিয়া আমার শরীরের বিভিন্নস্থানে আঘাত করে রাস্তায় ফেলে রাখে। আমি তখন তাদের হাত থেকে রক্ষার্থে ডাক চিৎকার করলে আমার ডাকচিৎকার শুনে স্কুল ছাত্র আবির আকন এগিয়ে আসলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকেও মারধর করে আহত করে।
আমাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তখন পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এসময় কিশোর গ্যাংয়ের সদস্যরা পরবর্তীতে যদি আমি কিংবা পশ্চিম রাংতার কোন ছেলে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ে যাই তাহলে তারা আমাকেসহ পশ্চিম রাংতার সকল ছাত্রদের খুন জখম করিবে বলে হুমকি প্রদান করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিশোর গ্যাং সদস্য সালমানের নেতৃত্বে ১৪—১৫ জন মিলে ফাহিম ভূইয়া ও আবির আকনের উপর অতর্কিত হামলা চালাচ্ছে। এসময় মাটিতে পড়ে যাওয়ার পরও স্কুল ছাত্রদের পেটানো হচ্ছে।
আহত স্কুল ছাত্র ফাহিম ভূইয়ার পিতা জসিম ভূইয়া বলেন, আমার ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় কিশোর গ্যাং। এদের অত্যাচারে এলাকার মানুষ এখন অতিষ্ট। এদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে বিচার করা হোক।
এব্যাপরে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বলেন, কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।