More

    উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

    অবশ্যই পরুন

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে একজন ও মটরের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু হয়েছে

    ৩ জুন বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া ও শিকারপুর ইউনিয়নের জয়শ্রীতে পৃথক পৃথক মর্মান্তিক ঘটনা ঘটে।

    সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের সামসুল হকের পুত্র মোঃ আরিফ (৩০) শ্বশুর বাড়ি উজিরপুরের শোলক ইউনিয়নের কচুয়া গ্রামে বেড়াতে এসে বাড়ির উঠানে টানানো কাপড় শুকানোর জিআই তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়। আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার করে তাকে মৃত ঘোষণা করেন।

    অন্যদিকে উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের সেকেন্দার হাওলাদার বাড়িতে নলকূপ বসানো শেষে পানির মোটরের লাইন খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে মোঃ টোকেন মেলকার (২৭) মৃত্যু বরন করেন। নিহত মোঃ টোকন মেলকার পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কমলাপুর গ্রামের আব্দুল মালেক মেলকারের পুত্র।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান নিহতদেরকে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...