More

    বরিশালে গাঁজাসহ মাদকবিক্রেতা দুলাল আটক

    অবশ্যই পরুন

    বরিশালে আধা কেজি গাঁজাসহ মোঃ দুলাল ফরাজী (৩২) আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। এ সময় মো: কালু ওরফে টিএন্ডটি কালু নামের আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হন। বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় তাকে নগরীর ভাটিখানা এলাকা থেকে আটক করা হয়।



    যা শুক্রবার (৫ জুলাই) বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটক দুলাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চুনারচর গ্রামের মৃত কাশেম ফরাজীর ছেলে।

    পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কাউনিয়া থানার এসআই আরাফাত হাসানের নেতৃত্বে একটি টিম নগরীর ৭ নং ওয়ার্ডস্থ ভাটিখানা এলাকায় অভিযান চালিয়ে একটি চায়ের দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ দুলাল ফরাজীকে আটক করে।

    তার কাছ থেকে ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় মো: কালু ওরফে টিএন্ডটি কালু (৪২) নামের আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী বিরোধিতা করেছে- মেজর হাফিজ

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোলা-৩ আসন (লালমোহন তজুমদ্দিন) ধানের শীষ...