More

    সাংবাদিক তুহিনের হত্যা, আসামিদের ফাঁসির দাবিতে আগৈলঝাড়ার সাংবাদিকদের মানববন্ধন

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ গাজীপুরের দৈনিক প্রতিদিন কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে আগৈলঝাড়ায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    মানববন্ধন শেষে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. শামীমুল ইসলাম শামীম, প্রবীর বিশ্বাস ননী, উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচএম মাসুম, আগৈলঝাড়া রিপোটার্স ইউনিটির সভাপতি জহিরুল ইসলাম সবুজ, উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি সাইফুল মৃধা,

    প্রেসক্লাব সদস্য স্বপন দাস, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদারসহ প্রমুখ। সভায় বক্তারা, গ্রেফতারকৃত আসামিদের দ্রুত বিচার কাজ শেষ করে ফাসি’র দাবী জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...