আগৈলঝাড়া প্রতিনিধিঃ “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, অর্থনৈতিক সমৃদ্ধিতে অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে যুব র্যালী, আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে যুব র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।
এসময় আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা বিআরডিপি’র সভাপতি আক্তারুজ্জামান ব্যাপারী, সাংবাদিক এইচএম মাসুম, অমিয় কর, সংগঠনের পক্ষে নাসির উদ্দিন শাহ, ডালিয়া আক্তারসহ প্রমুখ। পরে উপজেলার ৫টি ইউনিয়নের ১০ জনের মাঝে ১ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, যুবসমাজ হলো জাতির প্রাণশক্তি। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, যা যুবকদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করছে।
দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য যুবকদের প্রযুক্তি ও আধুনিক দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী প্রজন্ম গড়ে তুলতে সরকার নানা ধরনের প্রশিক্ষণ, ঋণ ও প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। তরুণদের কর্মোদ্যমী হতে হবে এবং ইতিবাচক চিন্তা নিয়ে দেশের অগ্রযাত্রায় নিজেকে যুক্ত করতে হবে।
