More

    ড. সাইফুলের নামে অপপ্রচার করায় ইউট্যাব পবিপ্রবি ইউনিটের প্রতিবাদ ‎

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি: বিগত ৮ আগস্ট ২০২৫ তারিখ হতে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদ মাধ্যমে ধারাবাহিকভাবে মানহানিকর শিরোনামে ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিটের সাংগঠনিক সম্পাদক ড. এ.বি.এম.সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদসমূহ আমাদের দৃষ্টিগোচর হয়েছে ।

    প্রকাশিত সংবাদ সমূহ সম্পূর্ণরূপে মিথ্যা,বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। বুধবার(১৩ আগস্ট) ইউট্যাব পবিপ্রবি ইউনিট উক্ত সংবাদ সমূহের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ‎ ‎ ‎উল্লেখ্য যে, ড. এ.বি.এম. সাইফুল ইসলাম পবিপ্রবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

    তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একজন পেশাজীবী হিসেবে রাজপথে ঝুঁকি নিয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন।এমনকি ফ্যাসিবাদ আমলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে চাকুরীচ্যুত করা হয়েছিলো।চাকুরিচ্যুতির কারণ হিসেবে ফেসবুকে শেখ মুজিব ও শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগ আনা হয়েছিলো।

    দীর্ঘ দশ বছর পর চাকুরিচ্যুত থেকে রাজপথে খেয়ে না খেয়ে দিনরাত ফ্যাসিবাদী শাসন পতনে বিভিন্ন কর্মসূচিতে ড.এ.বি.এম সাইফুল ইসলাম সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তার মত একজন নির্যাতিত শিক্ষককে মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের মিডিয়ার ন্যায় অপমান,

    অপদস্থ ও মানহানি করায় ইউট্যাব পবিপ্রবি ইউনিট এর সদস্যবৃন্দ চরমভাবে ব্যথিত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট পত্রিকা ও অনলাইন মিডিয়াসমূহের প্রতিনিধিবৃন্দকে ন্যূনতম দায়িত্ববোধ ও নৈতিকতা বজায় রাখার জন্য আহ্বান জানানো হয়েছে। ‎ ‎ ‎#

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আজ রাতে টাইগারদের লঙ্কা পরীক্ষা

    এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে সহজ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তবে আসল পরীক্ষা আজ রাতেই। প্রতিপক্ষ শ্রীলঙ্কা-এশিয়ার অন্যতম...