আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীদের (সুবিধাভোগী) কাছ থেকে চালের বস্তার টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে ডিলারের বিরুদ্ধে। কার্ডধারীদের ক্ষোভের কারণে চালের বস্তার টাকা নেয়া বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।
ডিলার অবশ্য ২০/২৫ জনের কাছ থেকে বস্তা প্রতি ১৫ টাকা নেওয়ার কথা স্বীকার করলেও পরে তা অস্বীকার করেছেন। স্থানীয় একাধিক কার্ডধারী সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ৭শত ৮০জন কার্ডধারী প্রতিবছর ৫ মাস ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল ৪শত ৫০ টাকায় ডিলারের কাছ থেকে গ্রহণ করেন।
এরমধ্যে বাকাল ইউনিয়ন পরিষদ সংলগ্ন (বটতলায়) ৩শত ৯৪জন কার্ডধারীদের মাঝে চাল বিক্রয় শুরু করেন ডিলার আশীষ সরকার। এসময় ডিলার সরকারী নিয়ম অমান্য করে প্রতি কার্ডধারীর কাছ থেকে চালের টাকার সাথে প্রতিবস্তার মূল্য বাবদ ১৫ টাকা করে অতিরিক্ত আদায় করেন। এসময় কার্ডধারীরা বস্তা বাবদ অতিরিক্ত ১৫টাকা দিতে অস্বীকৃতি জানান। কার্ডধারীরা এসময় ডিলারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
ওই ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা ঢাকায় থাকায় তার প্রতিনিধি হিসেবে চাল বিতরণে ইউনিয়ন সমাজ কমী ইব্রাহিম মিয়া উপস্থিত ছিলেন। ডিলার বস্তার মূল্য বাবদ ১৫ টাকা নেওয়ার কথা ইব্রাহিম ট্যাগ অফিসার সুশান্ত বালাকে ফোনে জানালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’কে ঘটনাটি জানান।
চাল নিতে আসা ইব্রাহিম পাইক, কনিকা দত্ত, ইলিয়াস হোসেন, চপল কুমার জানান, পূর্বে ৪৫০ টাকা দিয়ে ডিলারের কাছ ৩০কেজি চাল বস্তাসহ নিতাম। এখন ৪৫০টাকার সাথে বস্তার জন্য অতিরিক্ত ১৫ টাকা দিয়ে চাল নিতে হয়েছে। এব্যাপারে ডিলার আশীষ সরকার জানান, প্রথমে ২০—২৫ জনের কাছ থেকে বস্তা প্রতি ১৫ টাকা নেওয়া হয়েছে।
পরে তিনি স্বীকার করলেও পরে তা অস্বীকার করেন। এব্যাপারে বাকাল ইউনিয়নের চেয়ারম্যান বিপুল দাস বলেন, আমার ইউনিয়নে এরকম ঘটনা আগে কখনও ঘটেনি। ঘটনা আমি শুনেছি। পরে উপজেলা প্রশাসন বস্তার টাকা নেওয়া বন্ধ করে দিয়েছে।
এঘটনায় আগৈলঝাড়া উপজেলা খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত) আবু সাইয়েদ চালের বস্তার মূল্য নেওয়ার সরকারি কোন নিয়ম নেই জানিয়ে বলেন, এঘটনা তদন্ত করে ওই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, ওই ইউনিয়নের ট্যাগ অফিসারের সাথে কথা বলে ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।