ভোলার লালমোহনে মেঘনা নদী থেকে ভেসে আসা একটি হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে সেটিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (২৩ আগস্ট) ধলীগোরনগর ইউনিয়নের মঙ্গর শিকদার লঞ্চঘাট সংলগ্ন নদী থেকে হরিণটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিকেলে নদীতে একটি হরিণ ভেসে থাকতে দেখে তারা। খবর ছড়িয়ে পড়লে সেটিকে একনজর দেখতে আশপাশের লোকজন ভিড় জমায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে হরিণটি থানায় নিয়ে আসে পুলিশ।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া হরিণটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আপাতত থানায় রাখা হয়েছে।