বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
পথসভায় দেওয়া বক্তব্যে টিপু বলেন, ‘আমি এমপি-মন্ত্রী হই বা না হই, শুধু যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন তাহলেও লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে পাশে থাকব।
তিনি জানান, ভবিষ্যতে সুযোগ পেলে লালপুর-বাগাতিপাড়ায় শিল্প পার্ক গড়ে তোলা হবে, যাতে স্থানীয় বেকার সমস্যার সমাধান হয়। এ সময় তিনি খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদ্য সাবেক মেয়র শরিফুল ইসলাম লেলিন, সাবেক পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শামীম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দয়ারামপুর ইউপির সাবেক চেয়ারম্যান আনসার আলী সরকারসহ কয়েক হাজার নেতাকর্মী।