More

    তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ১৮ কোটি মানুষ নিরাপদে থাকবে : টিপু

    অবশ্যই পরুন

    নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদীয় আসনের পদপ্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের দুঃখ-দুর্দশা লাঘব হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এ দেশের ১৮ কোটি মানুষ নিরাপদে থাকতে পারবে।

    বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

    পথসভায় দেওয়া বক্তব্যে টিপু বলেন, ‘আমি এমপি-মন্ত্রী হই বা না হই, শুধু যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন তাহলেও লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে পাশে থাকব।

    ইতিমধ্যেই বাগাতিপাড়া স্টেডিয়ামের জন্য অর্থ বরাদ্দ, বড়াল নদ খনন, কয়েকটি সড়কের টেন্ডার অনুমোদন এবং কুটির শিল্পে নারীদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছি।’ 

    তিনি জানান, ভবিষ্যতে সুযোগ পেলে লালপুর-বাগাতিপাড়ায় শিল্প পার্ক গড়ে তোলা হবে, যাতে স্থানীয় বেকার সমস্যার সমাধান হয়। এ সময় তিনি খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

    গণসংযোগের সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদ্য সাবেক মেয়র শরিফুল ইসলাম লেলিন, সাবেক পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শামীম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দয়ারামপুর ইউপির সাবেক চেয়ারম্যান আনসার আলী সরকারসহ কয়েক হাজার নেতাকর্মী।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জামায়াতে ইসলামী ‘একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না’

    বাংলাদেশে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব শ্রিংলা বলেছেন, জামায়াতে ইসলামী 'একটি চিতাবাঘ, যার...