শিক্ষকদের কোচিং ও প্রাইভেট বাণিজ্য বন্ধ হলেই শিক্ষার গুণগত মান ফিরে আসবে , খন্দকার আমিনুল ইসলাম
মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটি অন্যতম অধিকার হল শিক্ষা। রাষ্ট্রের প্রতিটা সুস্থ ব্যক্তির আধুনিক ও সুশিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। শিশু কালের মায়ের মুখ থেকে ভাষা শিক্ষার পড়ই শুরু হয় প্রাতিষ্ঠানিক শিক্ষা।
গত ২৮/৮/২০২৫ ইং বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর অডিটোরিয়াম মিলনায়তনে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন মাদ্রাসার প্রধানদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম শিক্ষকদের শ্রেণি কক্ষে পাঠদানের বিষয়ে গুরুত্বারোপ করেন।
তিনি শিক্ষকদের কোচিং ও প্রাইভেট বাণিজ্য ছেড়ে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী হওয়ার জন্য তাগিদ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।