বাকেরগঞ্জ প্রতিনিধি : বাকেরগঞ্জের ১০ নং গারুরিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চিকিৎসা উপকরণ বিতরন করছে ইউনিয়ন পরিষদ।
৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার সকাল ১০ টায় উপজেলার গারুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রাথমিক থেকে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সমুহের মধ্যে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনার জন্য চিকিৎসা উপকরণ বিতরন করা হয়। এসময় ইউনিয়নের ২৩ টি প্রাথমিক বিদ্যালয়,৭ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫ টি মাদ্রাসায় প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনার উপকরণ বিতরন করছে ইউনিয়ন পরিষদ।
চিকিৎসা উপকরণ বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গারুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এসএম কাইউম খান, ইউপি সদস্যবৃন্দ, সহ পরিষদের সচিব মোঃ জাফর আহমেদ, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সেইন্ট বাংলাদেশ শিশুদের জন্য কর্মসূচির বাকেরগঞ্জ প্রকল্প অফিসের প্রকল্প কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, ফিনান্স অফিসার মাযাহারুল ইসলাম, ইউনিয়ন ফ্যাসিলিটেটর নাসরীন জাহান।