More

    বাকেরগঞ্জে চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণ চেষ্টাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

    অবশ্যই পরুন

    (বরিশাল) প্রতিনিধি :  বাকেরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা ও এলাকাবাসী। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার গারুরিয়া ইউনিয়নের কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর মৃধা, নুরুল আমিন গাজী পরাগ, শাখাওয়াত হোসেন হাওলাদার, দুলাল ব্যাপারী, জহিরুল ইসলাম হাওলাদার, এনামুল হক চুন্নু, খোকন হাওলাদার, শামিম বিশ্বাস প্রমূখ। মানববন্ধনে শিক্ষার্থী ও এলাকার শতাধিক নারী পুরুষ অংশ নেয়।

    মানববন্ধনে আগত ব্যাক্তিরা জানান, গত ২১ আগস্ট কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চলাকালীন বেলা সাড়ে ১২টার সময় উপজেলার দুধল ইউনিয়নের চরগোমা এলাকার কার্তিক বাবু ও পার্শ্ববর্তী নলছিটি থানার পশ্চিম চরকাউয়া গ্রামের গোপাল চন্দ্র শীল নগদ টাকা ও চকলেটের লোভ দেখিয়ে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে।

    এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গেলে ধর্ষণ চেষ্টাকারীরা পালিয়ে যায়।পরে ওই শিশু শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ধর্ষণ চেষ্টাকারী কার্তিক বাবু ও গোপাল শীলকে গ্রেপ্তারের দাবী জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন সংগ্রাম করবেন বলেও হুমকি দেয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...