More

    ১২০ বছর বয়সেও অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন, বাকেরগঞ্জের আবদুল মজিদ ক্বারী

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জ সংবাদদাতা: বাকেরগঞ্জের সবচেয়ে প্রবীন ব্যক্তি আবদুল মজিদ ক্বারী ১২০ বছর বয়সেও অন্যের সাহায্য ছাড়াই স্বাভাবিক জীবন করতে পারেন। উপজেলার কলসকাঠি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দিয়াতলী গ্রামের বাসিন্দা আবদুল মজিদ ক্বারীর জন্ম বাংলা ১৩১৫ সালে তার পিতা নাম মোঃ হাতেম মোল্লা।

    বাল্য বয়সে তিনি কুমিল্লা জেলার (হযরত ইব্রাহিম ক্বারী মাদ্রাসায়) লেখা পড়া শিখেন।পরবর্তীতে এলাকায় ফিরে এসে একটি মসজিদে দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে ইমামতি করেন। দুই ভাই ও এক বোনের মধ্যে ইব্রাহীম ক্বারী দ্বিতীয়। তার ভাই চল্লিশ বছর আগেই মারা গেছে। বর্তমানে এখন সুস্থ দেহের অধিকারী ক্বারী আবদুল মজিদ অন্যের সাহায্য ছাড়াই মসজিদে যাইয়া জামাতে নামাজ আদায় সহ বাজার থেকে হালকা ওজনের দ্রব্য সামগ্রী কিনে বহন করে আনতে সক্ষম।

    আবদুল মজিদ ক্বারী চার মেয়ে দুই ছেলের জনক। নিম্ন বিত্ত পরিবার, জমা জমি নাই বললেই চলে। সামান্য বয়স্ক ভাতা ছাড়া আর কোন সহায়তা তিনি পান না। কলসকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ দুলাল জানান, আবদুল মজিদ ক্বারী এলাকার সবচেয়ে প্রবীন ব্যক্তি, ইউনিয়ন পরিষদ থেকে তার জন্য কিছু করার চেষ্টা থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...