More

    বাকেরগঞ্জে লাশ দাফনের সময় খাটিয়ায় বিদ্যুৎ স্পর্শে দুই জনের মৃত্যু।

    অবশ্যই পরুন

     বরিশাল প্রতিনিধি : বাকেরগঞ্জে লাশ দাফন করার সময় বিদ্যুৎ স্পর্শে নাতি ও পুত্রার মৃত্যু হয়েছে। ৭ সেপ্টেম্বর রবিবার উপজেলার ১৩ নং পাদ্রিশিবপুর ইউনিয়নের পারশিবপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্হানীয় সুত্রে জানা যায়, পারশিবপুর গ্রামের আনেস হাওলাদার( ৯০) বৃদ্ধজনিত অসুস্থতার কারণে মৃত্যু বরন করে। তাকে দাফনের জন্য বাড়ির সামনে পারিবারিক কবরস্থানে বৈদ্যুতিক আলোর ব্যবস্হা করা হয়।

    সেখানে সরাসরি ঘরে সংযোগ দেওয়া বিদ্যুৎের মেইন মিটার থেকে লাইন নেওয়া হয়,এবং যাহা একটা অবৈধ বিদ্যুৎ সংযোগ বলে স্হানীয় অনেকে মনে করেন।আসরের নামাজের পরে মৃত আনেস হাওলাদারের জানাযা পরবর্তী দাফনের সময় লাশ বহন কারী খাটিয়ায় বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু ব্যক্তির ছেলের ঘরের নাতি মোঃ সরোয়ার ( ২৩) পিতা মোঃ আবুল হাওলাদার এবং মৃত্যু ব্যক্তির ছেলের শ্যালক মোঃ ফিরোজ (২৯) পিতা চান্দ ু শিকদার মারাত্মক আহত হয়।

    তাৎক্ষণিক তাহাদেরকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করে। এঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, ঘটনা স্হানে পুলিশ পাঠানো হয়েছে

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...