মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় সিনজেনটা কোম্পানির কীটনাশক নকল ও ভেজাল প্রতিরোধে করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস সভাকক্ষে সিনজেনটা কোম্পানি এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা কৃষি অফিসার কামরুন নেছা সুমীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সিনজেনটা কোম্পানির জোনাল ম্যানেজার কামরুল ইসলাম, বিভাগীয় রিজোনাল ম্যানেজার আতিকুর রহমান, সিনজেনটার টেরিটরি অফিসার মাসুদ রানা, সিনজেনটা কোম্পানির উপজেলা সেলস্ প্রমোশন অফিসার মোঃ ফাইজুল করীম,
উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ আবু জাফর মোঃ সালেহ, উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার একেএম মহসীন উদ্দিন মনির, সিনজেনটার মঠবাড়িয়া পরিবেশক খান এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোঃ জাকির খান৷ এসময় সিনজেনটার পরিবেশকগন ও উপজেলার বিভিন্ন প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন।
এসময় কৃষি অফিসের অভিযানে এক ব্যক্তির লাইসেন্স দিয়ে অন্য এক ব্যক্তি সার বিক্রির অভিযোগে লাইসেন্স জব্দ ও মেয়াদত্তীর্ণ কীটনাশক উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়৷