More

    ভোলায় সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: ভোলার চরফ্যাশন পৌর সদরে সংখ্যালঘু পরিবারের ৩ কোটি টাকার জমি জবর দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সেকান্দার আলীর তিন ছেলের বিরুদ্ধে। রবিবার সকালে চরফ্যাশন প্রেসক্লাবে লিখিত বক্তব্যে ভুক্তভোগী সুশেন চন্দ্র শীল ও তার পরিবারের সদস্যরা এমন অভিযোগ করেন।

    ভুক্তভোগীর পরিবার জানান, পৌর সদরের আদর্শপাড়া বিআরডিবি এলাকায় তাদের ৩৬ শতাংশ জমি জাল-জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল তৈরি করে দখল করা হয়েছে। তারা আরও জানান, এ জমি নিয়ে ২০২২ সালে তারা চরফ্যাশন সহকারী জজ আদালতে মামলা করেন। আদালত স্থায়ী নিষেধাজ্ঞা দিলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর জবরদখলকারীরা ফের সক্রিয় হয়ে ওই জমিতে সেমি পাকা ঘর নির্মাণ শুরু করে।

    এতে সংখ্যালঘু পরিবারটি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছে। সুশেন চন্দ্র শীল দাবি করেন, তার দাদা নকুল চন্দ্র শীলের নামে থাকা প্রায় ৫ একর ৭২ শতাংশ জমির মধ্যে তার বাবা যোগেশ চন্দ্র শীল দীর্ঘদিন ভোগদখলে ছিলেন। এ জমির একটি অংশে সেকান্দার আলী নামে এক ভাড়াটিয়া টং দোকান চালাতেন।

    সময়ের ব্যবধানে জমির দাম বাড়তে থাকলে সেকান্দার আলীর তিন ছেলে ইউসুব দুলাল, খোকন ও বাবুল মায়ের নামে ভূয়া দলিল তৈরি করে জমি নিজেদের নামে দাবি করতে শুরু করেন। অভিযুক্ত খোকন বলেন, আমরা ওই খতিয়ানের মালিক আলী হোসেন ও নজির আহম্মেদের কাছ থেকে ৩৬ শতাংশ জমি খরিদ খরিদ করে ভোগদখলে আছি।

    চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...