বরিশাল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। বুধবার (১০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে গত ১৩ মে তাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং ১৫ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অধ্যাপক ড. তৌফিক আলমকে পূর্ণাঙ্গ উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। এই সময়ে তিনি মূল পদমর্যাদার সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। প্রসঙ্গত, গত বছরের ২৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শুচিতা শরমিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি হিসেবে নিয়োগ পান।
তবে শিক্ষার্থীদের টানা ২৯ দিনের আন্দোলনের মুখে চলতি বছরের মে মাসে তাকে পদচ্যুত করা হয়। একই সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুনুর রশীদকেও অপসারণ করা হয়। অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সমস্যা সমাধান, শিক্ষার্থীদের সঙ্গে ইতিবাচক যোগাযোগ এবং মানবিক আচরণের কারণে আলোচনায় আসেন অধ্যাপক ড. তৌফিক আলম।
গত ৫ সেপ্টেম্বর তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশনের মঞ্চে রাত যাপন করে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান। পূর্ণাঙ্গ ভিসি হিসেবে নিয়োগ পাওয়ার পর শিক্ষক-শিক্ষার্থীরা আশা করছেন, তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা আরো সুদৃঢ় হবে।