নলছিটি প্রতিনিধি: নলছিটির নবাগত উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিনের সাথে মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময় করেছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীবৃন্দ।বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।
এতে নলছিটি উপজলার ১০টি ইউনিয়নের ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীরা যোগ দেন।পরে তারা নবাগত ইউএনও লাভলী ইয়াসমিনকে ফুলের শুভেচ্ছা জানান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নলছিটি উপজেলার নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন।
এ সময় তিনি নলছিটি উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা এইচএম শফিকুল ইসলাম,আশরাফুল ইসলাম,জীবন রায়, নান্না ফকির, হিসাব সহকারী আবুল হাসান মৃধা,পবিত্র কুমার বিশ্বাস প্রমুখ।